যশোরে পিস্তল-গুলিসহ আটক ১
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা থানা এলাকায় পিস্তল ও গুলিসহ লালটু (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। সে ঝিকরগাছা থানার গদখালি গ্রামের আলতাফ আলির ছেলে।
শনিবার (৯ ডিসেম্বর ) সকাল সাড়ে ৯টার দিকে শার্শা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ এম মশিউর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি এক অস্ত্র ব্যবসায়ী অস্ত্র নিয়ে যশোরে যাওয়ার উদ্দেশ্য শার্শা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পাকা রাস্তার উপর অপেক্ষা করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৯, ২০১৭ )