টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের রসুলপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারে যানজট সৃষ্টি হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৬টার দিকে কালিহাতীর পোংলি এলাকায় একটি ট্রাক বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল সড়কে প্রায় ২০ কিলোমিটারে এই যানজট দেখা দেয়।

চার লেইনের কাজ চলমান থাকায় এলেঙ্গা এলাকায় সড়কে বড় বড় গর্তের কারণে এমনিতেই সব সময় গাড়ির ধীরগতি থাকে জানিয়ে তিনি বলেন, তার ওপর হঠাৎ ট্রাক বিকল হয়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার বিকাল থেকে গাড়ির চাপ বাড়ে। এই চাপ চলে রোববার রাত পর্যন্ত। এ সময়ের মধ্যে কোনো যান বিকল হলে যানজটে পড়তে হয়।

যানজট নিরসনে জেলা ও হাইওয়ে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ওসি মো. তরিকুল ইসলাম।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক এস এম শহীদুর রহমান জানান, শনিবার সকাল ৬টার দিকে কালিহাতীর পোংলি এলাকায় একটি ট্রাক বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল সড়কে প্রায় ২০ কিলোমিটারে এই জট দেখা দেয়।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৯, ২০১৭ )