রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলে এক নারী এবং বাকি দু’জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা গেছে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বালুটুলি গ্রামের গোলাম কিবরিয়া হাসানের স্ত্রী মিরা বেগম (৫০), তার নাতি হোসাইন আল-আমিন (২৫) এবং মাইক্রোবাস চালক ঠাকুরগাঁও সদর উপজেলার মৃত মফিজ উদ্দিনের ছেলে মনসুর আলী (৩২)।

দুর্ঘটনায় নিহত মিরা বেগমের স্বামী গোলাম কিবরিয়াও গুরুতর আহত হয়েছেন। তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন।

জেলার পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিবুর রহমান জানান, দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়ার ঝলমলিয়া এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিরা বেগম মারা যান। পরে আহত তিনজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আরও দু’জন মারা যান।

পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান ভুঁইয়া জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। নিহত সবার লাশ এখন রামেকের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৯, ২০১৭)