চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় গাড়ি চাপায় এক নারী নিহত হয়েছেন।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার লালবেগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মমতা বেগম (৩০)। তিনি সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার, সোমবার সকালে উপজেলার লালবেগ এলাকায় সকালে রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় মমতা নামে এক নারী আহত হন। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তবে কোন গাড়ি মমতাকে চাপা দিয়ে চলে গেছে তা শনাক্ত করা যায়নি।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১১, ২০১৭)