দ্য রিপোর্ট ডেস্ক : আবারও যৌন হয়রানির অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সোমবার (১১ ডিসেম্বর) বে রক গ্রুপের সাবেক রিসিপশনিস্ট র‌্যাসেল ক্রুক এ অভিযোগ এনেছেন। খবর- সিএনএনের।

এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, ২০০৫ সালে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বকভাবে তাকে চুমু দেন ট্রাম্প।

তিনি বলেন, দুঃখজনক বিষয় হলো, এ ধরনের আচরণ আমাদের সমাজে বিরল নয়। সবাই কমবেশি এ ধরনের পরিস্থিতির শিকার। তবে এ কারণে আমি এখানে এসেছি যে, অভিযুক্ত ব্যক্তি এখন আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট।

এ নিয়ে কমপক্ষে ১৩ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন ও অসদাচরণের অভিযোগ আনলেন।
এদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স জানান, সব অভিযোগই ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগের ঘটনা।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসেও সামার জারভোস নামের এক নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। তিনি বলেন, ২০০৭ সালের দিকে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করার চেষ্টা করেছেন। চাকরির আলোচনার জন্য একটি হোটেলে ডেকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প ওই ঘটনা ঘটিয়েছিলেন বলে তিনি অভিযোগ করেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১২, ২০১৭)