দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মগবাজারের দিলু রোডে একটি সেলুনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. সোহেল (২৫) , শওকত (৩২) এবং নয়ন (২৭)। এদের মেধ্য সোহেলের শরীরের ১৮ শতাংশ, শওকতের ১৩ শতাংশ এবং নয়নের ১৫ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার বাড়ি সিরাগঞ্জে।

জানা গেছে, তারা দিলু রোডের ফেনি হেয়ার কাটিং সেলুনে কাজ করেন। ঘটনার পরপরই রহমান নামে এক ব্যক্তি রাত দেড়টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

দগ্ধদের বরাত দিয়ে রহমান জানান, সেলুনের পাশ দিয়ে গ্যাসের লাইন মেরামতের কাজ চলছিল। রাতে সাড়ে ১২টার দিকে দোকানের ভেতর তারা কয়েল ধরানোর জন্য দিশলাই জ্বালিয়েছিল। এতে মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে আগুন ধরে যায়। তবে তা বেশিক্ষণ স্থায়ী ছিল না। এ সময় তারা দগ্ধ হয়।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৩, ২০১৭)