দ্য রিপোর্ট প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এফ এস কসমেটিক্স লিমিটেড কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ শেফালী বেগম (৪০) মারা গেছেন। তার শরীরের ৭৫ শতাংশই পুড়ে গিয়েছিল।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেফালীর মৃত্যু হয়। শেফালির বাড়ি গাজীপুরের কালিয়াকৈরের পলাশতলী এলাকায়। তার স্বামীর নাম আব্দুল মান্নান।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার জামালপুর এলাকায় এফ এস কসমেটিকস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কারখানায় বিস্ফোরণ দগ্ধ হন শেফালী।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, এফ এস কসমেটিক্স লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ পাঁচ জনকে এই হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে শেফালী বুধবার ভোরে মারা গেছেন।

ঢামেকে ভর্তি পাঁচজনের মধ্যে শেফালী ছাড়া বাকি চারজন হলেন- ইসমত আরা (২৮), নাজমিন (২০) আব্দুর রহিম (৩০), ইমরান (২৮)।

চিকিৎসকরা জানান, বিস্ফোরণে ইসমত আরার ৫০ শতাংশ, নাজমীনের ৫৫ শতাংশ, আব্দুর রহিমের ৬০ এবং ইমরানের শরীরের পুড়েছে ৩০ শতাংশ।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৩, ২০১৭)