দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মগবাজার ফ্লাইওভারের উপরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে বাংলামোটর থেকে ফ্লাইওভারে উঠে মগবাজার ওয়ারলেস গেটে নামার সময় ফ্লাইওভারের ঢালে বাসটিতে হঠাৎ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে যাত্রী ছিলেন। তবে আগুনে লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে যান। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় প্রসাদ রায় বলেন, বাসটি ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভারের ঢাল দিয়ে নামছিলো। হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে বাসটিতে আগুন ধরে যায়। তবে এতে কেনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানায়, আগুনে বাসের ভেতরের সবকিছু পুড়ে যায় আগুন লাগার পর বাসটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এতে বাসের ভেতরের আসনসহ বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে ছাই হয়েছে। রংচটেছে বাইরের দিকেও। আগুনের ঘটনায় ফ্লাইওভারের উপর যান চলাচল বিঘ্নিত হয়ে জটের সৃষ্টি হয়।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৩, ২০১৭)