দ্য রিপোর্ট ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে এক অনন্য উচ্চতায় টেনে নিলেন ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরির কৃতিত্ব নিজের করে নিয়েছেন তিনি।

বুধবার সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই কৃতিত্ব সঙ্গী হয়েছে রোহিত শর্মার। এদিন ১৫৩ বল মোকাবেলা করে রোহিত উপহার দিয়েছেন ২০৮ রানের হার না মানা ইনিংস। তার ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি ও ১২টি ছক্কা।

রোহিতের এই ব্যাটিং ঝড়ে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ৩৯২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।

রোহিত ছাড়া এদিন ভারতের পক্ষে ওপেনার শেখর ধাওয়ান ৬৮ ও শ্রেয়াস আয়ার ৮৮ রান করেছেন।

জয়ের জন্য ৩৯৩ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করেছে শ্রীলঙ্কা।

ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা এক সময় অকল্পনীয় বিষয়ই ছিল। ভারতের লিটল মাস্টার শচিন টেন্ডুলকার প্রথম এই অম্ভবকে সম্ভব করেছেন। এরপর রোহিত শর্মা, বিরেন্দ্র সেবাগ, মার্টিন গাপ্তিল, ক্রিস গেইলদের মতো তারকা এই কাতারে নাম লিখিয়েছেন। তবে রোহিত বাদে বাকিরা একবার করে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকাতে সক্ষম হয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৩ সালে প্রথমবার ডাবল সেঞ্চুরি (২০৯ রান করেন রোহিত শর্মা। এরপর ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করেন ২৬৪ রান। ওয়ানডে ক্রিকেটে এখনো এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড।

বুধবার মোহালিতে তাই এক নতুন ইতিহাসেরই জন্ম দিলেন রোহিত শর্মা।

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ১৩, ২০১৭)