দিরিপোর্ট২৪ প্রতিবেদক : দুই দলের মহাসচিব পর্যায়ে সংলাপের ব্যাপারে বিরোধীদলীয় নেত্রীর প্রস্তাব নাকচ করে দিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘সংলাপ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই করতে হবে। দুই দলের মহাসচিবের মধ্যে কোনো সংলাপ হবে না।’

জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে বৃহস্পতিবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একথা বলেন তিনি।

তোফায়েল বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী তার বক্তব্যে বলেছেন, ২৭ তারিখের পর বর্তমান প্রধানমন্ত্রী নাকি অবৈধ। তিনি তার কথার জন্যই প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চান না। আমরা আপনাকে বলতে চাই, যতই বলুন না কেন, সমাধান চাইলে আপনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই সংলাপ করতে হবে।’

হরতালের সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, ‘বিরোধীদলের ডাকা হরতালে সহিংসতায় আহত শিশু মনির মারা গেছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো মনির তার মার একমাত্র জীবিত সন্তান ছিল। আমার প্রশ্ন হলো, খালেদা জিয়া কি মা না? সন্তানের মায়া কি তিনি বোঝেন না? আপনার (খালেদা জিয়া) মনে কি এতটুকু মায়া নেই? এভাবে একজন মায়ের কোল খালি হয়ে গেলে আপনার কি কষ্ট লাগে না? ’

তোফায়েল আরো বলেন, ‘১৯৭১ সালে আজকের এই জামায়াত, শিবির এক হয়ে এ দেশের মানুষের উপর হামলা চালিয়ে হত্যা করেছে। আবার সেই জামায়াত শিবিরকে বিএনপি প্রশ্রয় দিয়ে দেশের মধ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে। আসলে নির্বাচনের জন্য তাদের এই হরতাল না। একাত্তরে সালের পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে তারা প্রতিশোধ নিচ্ছে।’

‘স্বাধীনতার পর জিয়াউর রহমান বাংলাদেশে যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করেছিলেন। আর খালেদা জিয়া তাদের গাড়িতে পতাকা তুলে দিয়ে ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেঈমানী করেছেন’- মন্তব্য করেন তোফায়েল।

হরতাল প্রতিহত করতে ৭১ সালের মতো ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে বলেও জানান তিনি।

(দিরিপোর্ট২৪/আরএইচ/আরএইচ/এনডিএস/নভেম্বর ০৭,২০১৩)