চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন নিহতের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে নিহত ঝন্টু দাসের ভাই অরুন দাস চকবাজার থানায় এ মামলাটি করেন।

চকবাজার থানার ওসি নুরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে মেজবান খেতে গিয়ে রীমা কমিউনিটি সেন্টারের ঢালু স্থানে নামতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন প্রাণ হারান। এ সময় আরও অর্ধশত ব্যক্তি আহত হন। আহতদের অনেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আর বেশ কয়েকজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

নিহতরা হলেন- সুবীর দাশ, কৃষ্ণ প্রসাদ দাশ, প্রদীপ তালুকদার, ঝন্টু দাশ, ধনা শীল, টিটু, লিটন দেব ও রাহুল দাশ। নিহতদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীও রয়েছেন। তার নাম রাহুল দাশ।

গত বৃহস্পতিবার রাত ৩টায় ৭৪ বছর বয়সে মারা যান চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। তিনি চট্টগ্রামের ১৬ বছর মেয়র ছিলেন। একাত্তরের এই মুক্তিযোদ্ধা মৃত্যু পর্যন্ত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি।

এর আগে হৃদরোগ ও কিডনি জটিলতায় আক্রান্ত হলে প্রথমে ঢাকা ও পরে মহিউদ্দিন চৌধুরীকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করানো হয়েছিল।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৯, ২০১৭)