দিরিপোর্ট২৪ ডেস্ক : জার্মানিতে নতুন একটি জরিপে দেখা গেছে, দেশটির অধিকাংশ মানুষই অ্যাডওয়ার্ড স্নোডেনকে ‘বীর’ বলে মনে করেন। তবে তাদের বেশিরভাগ স্নোডেনকে তাদের দেশে আশ্রয় দেওয়ার ব্যাপারে আগ্রহী নয়। খবর রয়টার্সের।

দেশটির সরকারি সম্প্রচার মাধ্যমের কর্মীদের উপর পরিচালিত এই জরিপে শতকরা ৬০ ভাগ উত্তরদাতা সাবেক মার্কিন এই গোয়েন্দা কর্মীর প্রশংসা করেছেন। অন্যদিকে উত্তরদাতাদের শতকরা ১৪ ভাগ স্নোডেনকে অপরাধী হিসেবে উল্লেখ করেছেন। তবে উত্তরদাতাদের শতকরা ৪৮ ভাগই স্নোডেনকে জার্মানিতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিপক্ষে মত প্রকাশ করেছে। অপরদিকে শতকরা ৪৬ ভাগ উত্তরদাতা মনে করে তাকে জার্মানি রাজনৈতিক আশ্রয় প্রদান করা উচিত।

স্নোডেন মার্কিন গোয়েন্দা নজরদারির বিষয়ে গোপন তথ্য ফাঁস করে দেওয়ার পর মার্কিন-জার্মান সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। একই সাথে, জার্মানির নাগরিকদের কাছে নাৎসি বাহিনীর নজরদারির ‍পুরোনো স্মৃতি ফিরে আসে। এদিকে জার্মানির আইনপ্রণেতারা স্নোডেনের কাছ থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির যে তথ্য পেয়েছেন সেগুলো তদন্ত করে দেখছেন।

তবে স্নোডেনকে জার্মানিতে রাজনৈতিক আশ্রয় না দেওয়ার ব্যাপারে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বার্লিন। তারা মনে করে না যে স্নোডেন রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল গোয়েন্দা নজরদারির ব্যাপারে যুক্তরাষ্ট্রকে তার উদ্বেগের কথা জানিয়েছেন। কিন্তু একইসাথে তিনি স্নায়ু যুদ্ধে মার্কিন সহায়তার জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাই যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ যাকে বিশ্বাসঘাতক বলে মনে করেন, তাকে জার্মানিতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে মিস মার্কেল রাজি হওয়ার সম্ভাবনা নেই।

ত্রিশ বছর বয়সী স্নোডেন বর্তমানে সাময়িকভাবে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় লাভ করেছেন।

(দিরিপোর্ট২৪/আদসি/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)