বরিশাল অফিস : পবিত্র খ্রীষ্টযাগ ও নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে পালিত হচ্ছে শুভ বড় দিন।

সোমবার (২৫ ডিসেম্বর) প্রথম প্রহরে মধ্যরাত্রির মহা খ্রীষ্টযাগ ও সকাল ৮টায় প্রভু যীশু খ্রীষ্টের জন্মোৎসবের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

এ উপলক্ষে গীর্জাগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ।

প্রার্থনায় উপস্থিত ভক্ত জেমস মলয় সাহা বলছেন, যীশুখ্রীষ্টের জন্ম দিনে তারা সবাই আনন্দঘন পরিবেশে গীর্জায় এসে প্রার্থনা সভায় যোগ দিয়েছেন। প্রতি বছর তারা এই দিনটির জন্য অপেক্ষা করেন। প্রার্থনার পর অয়োজিত আনন্দ অনুষ্ঠান এরপর স্বজনদের বাড়িতে বেড়াতে যাবেন তারা।

ফাদার মাইকেল মিলন দেউরি, ভিকার জেনারেল বরিশাল ক্যাথলিক ডায়সিস জানালেন, আর বড় দিন উপলক্ষে তারা বিশ্বের সকলের শান্তি কামনা করেন। সবাই সুখে থাকুক এই কথা বলেন।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২৫, ২০১৭)