দ্য রিপোর্ট প্রতিবেদক : সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে হাজির হতে নোটিশ পাঠানো হয়েছে।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বুধবার এ তথ্য নিশ্চিত করে জানান, এবি ব্যাংকের অফশোর ইউনিটের মাধ্যমে চার বিদেশি কোম্পানির নামে লাখ লাখ ডলার পাচারের অভিযোগে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি জানান, নোটিশপ্রাপ্তদের মধ্যে সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমানকে  বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুদক কার্যালয়ে উপস্থিত হতে নোটিশে বলা হয়েছে।

তিনি জানান, এর আগে ৯ ডিসেম্বর এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান, শামীম আহমেদ চৌধুরী এবং হেড অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামালকে নোটিশ পাঠানো হয়। প্রথম দফায় তাদের গত ১৩ ও ১৪ ডিসেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছিল । ওই সময় তারা আসেননি।বুধবার তাদের আবারো দুদকে হাজির হতে নোটিশ দেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ২৭, ২০১৭)