দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে নাবিল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস উল্টে ২০ যাত্রী আহত হয়েছেন। আহদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ পৌর শহরের জেল খানা মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহরিয়া জানান, ঢাকা হতে ছেড়ে আসা নাবিল পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-২৩৯৪) নামে রাত্রী কালীন যাত্রীবাহী কোচটি পঞ্চগড় যাচ্ছিল। পথে বীরগঞ্জ পৌর শহরের জেল খানা মোড় নামক এলাকায় বাক নেওয়ার সময় নিয়ন্ত্রয়ন হারিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। এতে সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। কোচের ২০জন যাত্রী আহত হয়েছে। আহতদের তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার মোঃ মাহামুদুল হাসান পলাশ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ২০ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ৩০, ২০১৭)