সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু'জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া-নগড়বাড়ী মহাসড়কে বাঘাবাড়ি ঘাট ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনার সাঁথিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের রশিদ মোল্লার ছেলে রাজ্জাক (৪৫), একই উপজেলার কুন্ডুরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সেরাজুল ইসলাম (৩২), শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের তৌহিদুর রহমান, সাথী বেগম ও অটোরিকশা চালক বেড়া উপজেলার ভাটুরিয়া গ্রামের শামীম হোসেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়াগণমাধ্যমকে জানান, রবিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বাঘাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বাঘাবাড়ি সেতুর পাশে দাঁড়িয়ে অটোরিকশাটি যাত্রী তুলছিল। এ সময় পাবনা থেকে ঢাকাগামী ইশা পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক ও সেরাজুল মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে তৌহিদুর, সাথী ও শামীমের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ৩১, ২০১৭)