চট্টগ্রামে গ্রেনেডসহ ২ ‘জঙ্গি’ গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের নগরীর সদরঘাট থানার বালুরমাঠ এলাকায় একটি সন্দেহজনক বাড়িতে অভিযান চালিয়ে ১০টি গ্রেনেড ও দু'টি সুইসাইডাল ভেস্টসহ দুই ‘জঙ্গিকে’ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা নব্য জেএমবির সদস্য বলে দাবি করেছে।
সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ীতে শুভপুর বাস স্টেশনের বিপরীতে একটি পাঁচতলা ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আশফাকুর রহমান (২১) ও রাকিবুল হাসান (২০)।
এদের মধ্যে আসফাকের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে এবং রাকিবুল হাসানের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এ এম হুমায়ুন কবির বলেন, সোমবার রাত ১১টা থেকে গোয়েন্দা পুলিশ ওই অভিযান শুরু করে। অভিযানে আশফাকুর রহমান ও রাকিবুল হাসানকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০টি তাজা গ্রেনেডের পাশাপাশি একটি সুইসাইড ভেস্টও পাওয়া গেছে। নাশকতা চালানোর পরিকল্পনা থেকে এই গ্রেনেড ও বিস্ফোরক জঙ্গিরা মজুদ করেছিল। তারা নিজেদের নব্য জেএমবির সদস্য বলে দাবি করেছেন।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০২, ২০১৮)