ঠাকুরগাঁও প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দেখতে দেখতে নয় বছর অন্দোলন হবে কোন বছর।

ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে শীতার্তদের কম্বল বিতরণকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বিএনপি তো বার বার বলে আন্দোলন আর আন্দোলন। আন্দোলন করে সরকারকে উৎখাত করবে। এক বার বল্ল রোজার ঈদের পরে নাকি দূর্বার আন্দোলন গড়ে তুলে শেখ হাসিনার সরকারকে ফেলে দেবে। কি দেখলাম ঘোষণার সাতদিন পর বেগম খালেদা জিয়া আন্দোলনকে ভেনেটি ব্যাগে করে ট্যামস নদীর পাড়ে চলে গেল। তিন মাস তিনি এলেন না।’

তিনি আরও বলেন, ‘মরা গাংগে জোয়ার আসে না। বিএনপি যখন আন্দোলনে গর্জন করে মানুষ তখন ভাবে আষাড়ে তর্জন গর্জন ছাড়। আষাড় মাষে শুনবেন আকাশে বোমা ফাটছে বিএনপিও তেমন আন্দোলনের বোমা ফাটায়। সেই বজ্রে কি বৃষ্টি হয়? হয় না। আন্দোলনের বজ্র থেকেও আর বৃষ্টি ঝরে না।’

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সম্পাদক সুজিত নন্দী, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মাদ সেদেক কুরাইশী প্রমুখ।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএসআর/জানুয়ারি ০৯, ২০১৮)