চট্টগ্রামে লরির ধাক্কায় শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় লরির ধাক্কায় আবুল কালাম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।উপজেলার পোর্টল্যান্ড কন্টেইনার ডিপোতে বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম ছিলেন ওই ডিপোর ফোরম্যান। তার বাড়ি সিলেটের জকিগঞ্জে। চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় তিনি পরিবার নিয়ে থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার দ্য রিপোর্টকে জানান, ভোরে ডিপোতে কাজ করার সময় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন কালাম। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১১, ২০১৮)