দিরিপোর্ট২৪ ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীর সঙ্গে দামেস্কের উত্তরে একটি শহরে বিরোধীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। বুধবার প্রচারিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বিরোধীরা মাহিন শহরে একটি অস্ত্রাগার দখল করে নিয়েছে। খবর রয়টার্সের।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার সন্ধ্যায় সরকারি বাহিনী ‘সন্ত্রাসীদের’ সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আসাদ বিরোধী একটি পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে, বৃহস্পতিবারের এ ঘটনায় চারজন বিরোধী যোদ্ধা নিহত হয়েছেন। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আল-কায়েদাসহ বেশ কয়েকটি বাহিনী এই লড়াইয়ে অংশ নিচ্ছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিরোধী যোদ্ধারা অস্ত্রাগারের সামনে দাঁড়িয়ে অস্ত্র দেখাচ্ছেন। তারা জানান, দখল করা অস্ত্রাগারে মিসাইল, বন্দুক এবং মর্টার রয়েছে।

বৃহস্পতিবার প্রচারিত আরেকটি ভিডিও-তে দেখা গেছে, বিরোধীরা একটি ট্যাংকের সামনে দাঁড়িয়ে আছেন। তারা বলছেন, মাহিন শহরে আসাদ বাহিনীর কাছ থেকে তারা যে তিনটি ট্যাংক দখলে নিয়েছেন এটি তার একটি।

দেশটিতে আড়াই বছর আগে শুরু হওয়া লড়াইয়ে প্রতিদিনই একশর বেশি মানুষ নিহত হচ্ছেন। জাতিসংঘের একটি হিসেব মতে, সিরিয়ায় লড়াইয়ে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

(দিরিপোর্ট২৪/আদসি/এমএআর/নভেম্বর ০৭, ২০১৩)