রংপুর প্রতিনিধি : রংপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া আরও চার নারী মারা গেছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তিন নারী ও রবিবার রাত ১০টার দিকে আরেক নারীর মৃত্যু হয়।

এই মাসেই আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই নিয়ে ১৪ জনের মৃত্যু হলো।

রংপুর বার্ন ইউনিটের সহকারী পরিচালক নূরে আলম জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিন নারী এবং রবিবার রাত ১০টার দিকে আরেক নারীর মৃত্যু হয়। তারা সকলেই শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছিলেন।

এই মাসের শুরুতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আরও সাতজন, শনিবার রাতে দুইজন এবং রোববার সকালে আরও এক নারীর মৃত্যু হয়ছিল।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৫, ২০১৮)