দ্য রিপোর্ট ডেস্ক : কলম্বিয়ায় নির্মাণাধীন একটি সেতু ধসে পড়ে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৫ জানুয়ারি) দেশটির রাজধানী বোগোতার নিকটবর্তী শহর ভিল্লাভিসেনসিওর সংযোগ সড়কের সম্প্রসারিত অংশে সেতুটি ধসে পড়ে। খবর- এনডিটিভির।

বেসামরিক প্রতিরক্ষা পরিচালক জর্জ দিয়াজ বলেন, ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনই ঘটনাস্থলে মারা যান এবং একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। হতাহতরা সবাই নির্মাণশ্রমিক। তারা প্রায় ২৮০ মিটার উঁচু স্থান থেকে পড়ে যান। ওই দুর্ঘটনার সময় সেতুর ওপর ২০ জন শ্রমিক ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমে এই দুর্ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা গেছে, সেতুটির অর্ধেক এখনো দাঁড়িয়ে আছে। অপর অর্ধেক অংশ ধসে পড়েছে। ওই সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, আর মাত্র ২০ মিটার নির্মাণ করলেই সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হয়ে যেত।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৬, ২০১৮)