দ্য রিপোর্ট ডেস্ক : কলম্বিয়ার অ্যান্তিয়োকিয়া প্রদেশে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। রাশিয়ার তৈরি এমআই-১৭ হেলিকপ্টারটিতে আট সেনা সদস্য ও দুই বেসামরিক ছিলেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে প্রদেশটির সেগোভিয়া শহরের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সেনাবাহিনী। খবর- রয়টার্সের।

হেলিকপ্টারটি ককেশিয়া শহর থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। হেলিকপ্টারটির আরোহীরা সেনাবাহিনীর জ্বালানি সংরক্ষণাগার পরিদর্শনের কাজে নিয়োজিত ছিলেন।

এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর বিমান পরিবহন বিভাগের প্রধান জেনারেল হুয়ান ভিসেন্তে ট্রুজিলো বলেছেন, ঘটনাটিকে একটি দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। এর কারণ বের করতে তদন্ত করা হচ্ছে।

কোনো গোষ্ঠীর হামলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হতে পারে এমন ধারণা নাকচ করেছেন তিনি।

নিহতদের লাশ উদ্ধারে সেনারা ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৭, ২০১৮)