দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে মাঝে মাঝে পুরোনো কথা মনে করতে সমস্যা হচ্ছে তার।

ল্যাব এইডের কার্ডিয়াক বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী শুক্রবার রাত সাড়ে ৮টায় এ কথা বলেন।

তিনি বলেন, ‘মাঝে মাঝে কথাবার্তা মনে করতে পারছেন না বলে আইভী নিজেই জানিয়েছেন। মস্তিস্কে রক্তক্ষরণের কারণে এমনটা হচ্ছে কি-না জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি।’

অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী বলেন, ‘আইভীর চিকিৎসার্থে তার নেতৃত্বে নতুন করে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া (নিউরোলজিস্ট), অধ্যাপক ডা. আশরাফ আলী (নিউরোলজিস্ট), অধ্যাপক ডা. মাসুদ আনোয়ার (নিউরোসার্জন) ও অধ্যাপক ডা. আবুল জাহেদ (কার্ডিওলজিস্ট)।’

তিনি আরও বলেন, ‘শনিবার সকালে বোর্ড সদস্যদের তত্ত্বাবধানে আইভীর মস্তিস্কের ফের সিটি স্ক্যান করা হবে। সিটি স্ক্যান করে মস্তিস্কে রক্তক্ষরণের পরিমাণ বাড়লো না-কি কমলো তা দেখে পরবর্তী চিকিৎসা নির্ধারিত হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১৯, ২০১৮)