দ্য রিপোর্ট প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদফতরের যৌথ উদ্যোগে শনিবার (২০ জানুয়ারি) থেকে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৮’ পালন শুরু হয়েছে। এবারের শ্লোগান ‘বাড়াব প্রাণিজ আমিষ গড়ব দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’। পাঁচ দিনব্যাপী এ সেবা সপ্তাহ শেষ হবে ২৫ জানুয়ারি।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শনিবার বিকেল ৩টায় এই সেবা সপ্তাহ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রাণিসম্পদ অধিদপ্তর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ (এসডিজি) অর্জনকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এ সপ্তাহ পালন করা হচ্ছে।

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে সকাল ৯টায় প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে মানিক মিয়া এভিনিউ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হবে। বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে প্রাণিসম্পদবিষয়ক প্রদর্শনী করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২০, ২০১৮)