দ্য রিপোর্ট প্রতিবেদক : এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন করছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।

শনিবার (২০ জানুয়ারি) সকালে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের নেতা রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমাদের আমরণ অনশন কর্মসূচির আজ ষষ্ঠ দিন। এখন পর্যন্ত ৭৫ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শিগগিরই আমাদের দাবি মেনে নিয়ে ঘরে ফিরে যাওয়ার সুযোগ দেবেন।

শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের গত ১০ জানুয়ারি থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন এসব শিক্ষকেরা। ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশনে গেছেন তারা।

অনশন কর্মসূচিতে মো. আবুল বাসার হাওলাদার, মো. জসিম উদ্দীন, মো. নজরুল ইসলাম রনি, মো. রফিকুল ইসলাম মন্টু, যুগ্ম আহ্বায়ক, সাইদুল হাসান সেলিম, জিএম শাওন, মতিউর রহমান দুলাল উপস্থিত আছেন।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২০, ২০১৮)