টাঙ্গাইল প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের টোল আদায় বন্দ থাকায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১০কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গাড়ির চালক ও যাত্রীরা।

টাঙ্গাইল হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর জামাল হোসেন জানান, গভির রাত থেকে ঘন কুয়াশা থাকায় বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা এড়াতে টোল প্লাজা বন্দ করে দেয় সেতু কর্তৃপক্ষ। ফলে মহাসড়কের বঙ্গবন্ধু পূর্বপাড় থেকে কালিহাতি উপজেলার এলেঙ্গা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কয়েক হাজার ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়ে। দূর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। কোথাও কোন প্রকার দূর্ঘটনার সংবাদ পাওয়া যায় নি। যানজট নিরসনের জন্য জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ে যানজট নিরসন হবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এআর/এমএসআর/জানুয়ারি ২২, ২০১৮)