পরিবহন নেতা খুন : রাজধানীতে বাস ধর্মঘট চলছে

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর মতিঝিলের সমবায় ব্যাংক ভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় খায়রুল আলম মোল্লা (৪৫) নামে পরিবহন মালিক সমিতির নেতা খুন হয়েছেন। এর প্রতিবাদে শুক্রবার দূরপাল্লার বাস ধর্মঘট ডেকেছেন মালিকরা।
খুনের ঘটনার পর রাতেই এ ধর্মঘটের ডাক দেয় ঢাকা সড়ক পরিবহন সমিতি। খায়রুল সায়েদাবাদ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ডেমরা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ জানান, সায়েদাবাদ টার্মিনালে দিনব্যাপী ধর্মঘট চলবে। এ টার্মিনাল থেকে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
এছাড়া, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে দুপুর ২টা পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি।
ঢাকা পরিবহন মালিক সমিতি অবিলম্বে খায়রুল হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।
(দিরিপোর্ট২৪/ওএস/জেএম/নভেম্বর ০৮, ২০১৩)