শাহ আমানতে ৩ কেজি স্বর্ণবারসহ গ্রেপ্তার ১
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭টি সোনার বারসহ একযাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটককৃত ব্যক্তির নাম আলী আকবর।
রবিবার (২৮ জানুয়ারি) সকালে ‘ফ্লাই দুবাইয়ের’ একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম আসেন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের সহকারী কমিশনার আলমগীর হোসেন জানান, আলী আকবর একটি হাত ব্যাগে করে বারগুলো নিয়ে এসেছিলেন। তার কাছে থাকা মালামাল ও ব্যাগ স্ক্যান করার সময় তা ধরা পড়ে। জব্দ করা সোনার বারগুলোর ওজন আনুমানিক তিন কেজি ১০০ গ্রাম।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৮, ২০১৮)