চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে হুদমা পাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬টি বিদেশি পিস্তুল, ৪টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে এ অভিযান চালান ৫৯ বিজিবির সদস্যরা।

আটককৃত অস্ত্র ব্যবসায়ী, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে আনারুল ইসলাম (৪৫)।

৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী শনিবার সকালে প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি’র আজমতপুর বিওপি’র একটি দল রাত সাড়ে ৩টার দিকে আনারুল ইসলামের বাড়ির গোয়ালঘর ও শোয়ার ঘরে তল্লাশি চালায়। তল্লাশির সময় এসব আগ্নেয়াস্ত্রসহ আনারুলকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আনারুল দীঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের বিষয়েও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১০, ২০১৮)