দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. রিবু (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

উপজেলার পাকেরহাট পানধোয়ার ঘাটে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রিবু উপজেলার গোয়ালডিহি গ্রামের আতিকুল কাজীর ছেলে এবং ইছামতি ডিগ্রী কলেজের এইচ.এস.সি প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় বাসিন্দা মো. রকি জানান, মোটরসাইকেলযোগে উপজেলার ভুল্লার ডাঙ্গা থেকে রিবু ও তার প্রতিবেশী চাচা মিজানুর রহমানসহ পাকেরহাট যাওয়ার পথে রাণীরবন্দরগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রিবু ঘটনাস্থলে মারা যান এবং তার চাচা মিজানুর রহমান গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম. এ রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা মুকুল বলেন, ‘রিবুর মাথায় আঘাত জনিত কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।

(দ্য রিপোর্ট/এআর/এমএসআর/ফেব্রুয়ারি ১০, ২০১৮)