ইরাকের সেনা ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬

দিরিপোর্ট২৪ ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে একটি সেনা ঘাঁটিতে দুইটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন।
বাগদাদের উত্তরাঞ্চলের তারমিয়া শহরের সেনা ঘাঁটিতে বৃহস্পতিবার রাতে এসব হামলার ঘটনা ঘটে।
প্রথম হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনাঘাঁটির প্রবেশ পথে নিজেকে উড়িয়ে দেয়। পরে অন্যজন সেনাঘাঁটিতে ঢুকে বিস্ফোরণ ঘটায়।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে আল-কায়েদা এ হামলা সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট দল প্রায়্ই দেশটিতে শিয়া মুসলিম ও নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালায়।
এর আগে, গত বৃহস্পতিবার বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলের আনা শহরের আরেকটি সেনা ঘাঁটিতে বোমা হামলায় তিনজন নিহত হয়।
জাতিসংঘের হিসাব অনুযায়ী ইরাকে চলা সহিংসতায় গত দুইমাসে অন্তত দুই হাজার মানুষ নিহত হয়েছে। ২০০৮ সাল থেকে ইরাকে সহিংসা চলছে। সূত্র: বিবিসি।
(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৮, ২০১৩)