লন্ডনে সাইফ-কারিনার বিবাহবার্ষিকী
প্রায় এক মাস ধরে যুক্তরাজ্যে সাজিদ খানের ‘হামসাকালস’ ছবির শুটিং করছেন সাইফ। ১০ অক্টোবর কারিনা সেখানে তার সঙ্গে যোগ দেবেন।
ভারতীয় বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়াকে কারিনা বলেন, আমাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে ওর সঙ্গে যোগ দিতে লন্ডনে উড়ে যাব। সাইফকে দারুণ উপহার দিয়ে চমকে দেওয়ারও পরিকল্পনা করে ফেলেছেন তিনি।
এদিকে জানা গেছে শীঘ্রই কিছু সময়ের জন্য ‘হ্যাপি এন্ডিং’ নামের ছবিতে তাদের এক সাথে দেখা যাবে।
(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমডি/অক্টোবর ০৮, ২০১৩)