দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের বিভিন্ন বিচারিক আদালতের ১২৮ জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ হিসেবে পদোন্নতির সুপারিশের অনুমোদন দিয়েছেন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতির সভাপতিত্বে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এই অনুমোদন দেওয়া হয়।

পরে সুপ্রিম কোর্টের এক সূত্র জানায়, প্রধান বিচারপতি ফুলকোর্ট সভায় হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সময়মত এজলাসে ওঠা ও সতর্কতার সঙ্গে বিচারকাজ পরিচালনা করতে বলেছেন। এছাড়াও তিনি দেশের বিভিন্ন বিচারিক আদালতে ১২৮ জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ হিসেবে পদোন্নতির সুপারিশে অনুমোদন দিয়েছেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি ফুলকোর্ট সভার আহ্বান করেছিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির সভাপতিত্বে এটিই ফুলকোর্টের প্রথম সভা। এ সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে তা নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৪, ২০১৮)