জয়পুরহাট প্রতিনিধি : দেশের বৃহত্তম জয়পুরহাটের বারো শিবালয় মন্দির চত্বরে বুধবার (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ২ দিনব্যাপী শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বীদের শিব রাত্রী পূজা-অর্চনা ও মেলা।

মন্দির সংলগ্ন ছোট যমুনা নদীতে পূন্য স্নান করে শিব ঠাকুরের মাথায় জল ও দুধ ঢেলে পূজা-অর্চনা করছেন ভক্ত ও পূজারীরা।

এই পূজা-অর্চনায় অংশ নিচ্ছেন দেশ-বিদেশের হাজারো নারী-পুরুষ ভক্তরা।

এ উপলক্ষে যে মন্দিরের চার পাশে বসেছে সাড়ে ৪’শ বছরের ঐতিহ্যবাহী গ্রামীন মেলা।

মেলায় মিঠাই-মন্ডা, খেলনা, পূজা সামগ্রী, তৈজষ পত্রসহ হরেক রকমের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। আর ঐতিহ্যবাহী নাগরদোলা, চরকী দোলাসহ শিশু-কিশোরদের নানা বিনোদন ব্যবস্থা মেলাকে যেন সাজিয়েছে ভিন্ন এক সাজে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার জানান, বাপ দাদার আমল থেকে চলে আসা এই মন্দিরে পূজা উৎসব এখন আরো বৃদ্ধি পেয়েছে। এখন আর জায়গা সংকুলান হয় না। আগের চেয়ে খরচও বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই মন্দিরের প্রতি সরকারের সুদৃষ্টি দেওয়া উচিৎ।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৫, ২০১৮)