দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মুগদার মানিকনগরে একটি বাসায় বৈদ্যুতিক গোলযোগ থেকে সিলিংফ্যানে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানিকনগরের কুমিল্লা পট্টির ২৮ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মাছ ব্যবসায়ী শিফর আলী (৫০), তার মেয়ে তানজিলা (২১), ছেলে আল-আমিন (১৯), মুরাদ (১২) ও তার আত্মীয় রনি (১৯)।

আহতের স্বজনরা জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই বাসার সিলিংফ্যানে আগুন লাগে। তখন বাসার সবাই ঘুমিয়েছিল। এর পর ফ্যানটি ছিঁড়ে তাদের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় তারা দগ্ধ হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রাতে দগ্ধ ওই পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, আহতরা সবার শরীরেই ২০-২৫ শতাংশ দগ্ধ হয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৫, ২০১৮)