দ্য রিপোর্ট প্রতিবেদক ফুটওভার ব্রিজ ব্যবহারে নগরবাসীর এ অনীহা দূর করতে এবার রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে লিফটসহ ৭টি ফুটওভার ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

স্টিলের তৈরি ব্রিজগুলোতে ছাউনিসহ আধুনিক লিফট যুক্ত করা হবে। লিফটের পাশাপাশি ব্রিজগুলোতে থাকবে সাধারণ সিঁড়িও।

লিফটসহ ৬টি ফুটওভার ব্রিজ নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে তবে প্রস্তাবিত হিসেবে আছে মগবাজার হলি ফ্যামিলি হাসপাতাল সংলগ্ন এলাকায় আরও একটি লিফটসহ ফুটওভার ব্রিজ। তাহলে এ সংখ্যা দাঁড়াবে ৭টি। এগুলোর মধ্যে তিনটির নকশার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী রাজিব খাদেম।

ডিএসসিসির সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা গেছে, লিফটসহ এসব ফুটওভার ব্রিজ নির্মাণ হবে রাজধানীর চাঁনখারপুল, মৎস্য ভবন মোড়, মগবাজার হলি ফ্যামিলি হাসপাতাল সংলগ্ন এলাকায় (প্রস্তাবিত), নয়াবাজার মার্কেটের সংলগ্ন সড়ক, ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন ত্রিমুখী সড়ক, কুতুবখালীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে, ঢাকা-সিলেট মহাসড়কের ডেমরা-কাজলা সংলগ্ন সড়কে এসব ওভারব্রিজ নির্মাণ করা হবে।

ডিএসসিসির প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজে পথচারীদের অনীহার কারণেই নতুন ফুটওভার ব্রিজে লিফট যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। এসব ফুটওভার ব্রিজে ফুলগাছসহ নানা উপকরণ দিয়ে সাজানো হবে।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৫, ২০১৮)