গাজীপুর প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের ভোগড়া থেকে কালিয়াকৈর পর্যন্ত দীর্ঘ ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া কালিয়াকৈর-নবীনগর মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় থেকে জিরানী পর্যন্ত ৮ কিলোমিটার দীর্ঘ যানজট লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে এ যানযটের সৃষ্টি হয়েছে।

যানজটের কারণে যাত্রী ও পরিবহনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ১০ মিনিটের রাস্তা যেতে লাগছে ২ ঘন্টা। একদিকে যানজট অন্যদিকে মহাসড়কে ধূলা-বালির কারণে যাত্রীরা অতিষ্ট হয়ে পড়েছেন।

সালনা হাইওয়ে থানার ইনচার্জ বসুদেব সিনহা জানান, কালিয়াকৈরের শ্রীফলতলী এলাকায় রেল ওভারব্রীজের উপর ভোর ৪টার দিকে একটি ট্রাক বিকল হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। সকালে ট্রাক সড়িয়ে নিলে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, তাছাড়া,ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ কাজ চলমান থাকায় এবং অতিরিক্ত গাড়ী চাপ থাকায় যানবাহন ধীর গতিতে চলছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৫, ২০১৮)