দ্য রিপোর্ট প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে নতুন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ নতুন কর্মসূচি ঘোষণা করেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নতুন কর্মসূচির মধ্যে আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে গণ স্বাক্ষর অভিযান, ১৮ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশের জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান এবং ২০ ফেব্রুয়ারি ঢাকা বাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এছাড়া আগামী ২১ ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে দলটি।’

তিনি আরও বলেন, ‘আমরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ করতে চাই। এজন্য কয়েকদিনের মধ্যে অনুমতি চাওয়া হবে। আশা করি প্রশাসন আমাদের সমাবেশ করার অনুমতি দেবে।’

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৫, ২০১৮)