গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দিনাজপুর থেকে ঢাকাগামী ট্রেনের ‘দ্রুতযান’ বগি লাইনচ্যুত হয়েছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি।

দেলোয়ার হোসেন বলেন, ‘দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে টঙ্গী রেলওয়ে জংশন থেকে কয়েকশ মিটার দক্ষিণে নতুন বাজার এলাকায় একাধিক ফিসপ্লেট ভেঙে গিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়।

রাত ৮টায় কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন জানান, একটি লাইনের কয়েকটি ফিসপ্লেট ভেঙে গেলেও পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। ঘটনার পরপর উদ্ধারকারী ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ১৫, ২০১৮)