দ্য রিপোর্ট প্রতিবেদক : এবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার ‘খ’সেট প্রশ্নফাঁস হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) পরীক্ষা শুরুর আগে সকাল ৯টার দিকে বিডি ও বিশ্বপরিচয় (২০০ টাকা) নামে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে প্রশ্নপত্র ফাঁস হয়।

পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে এসএসসির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরীক্ষা শেষে আজকের পরীক্ষার প্রশ্নের সাথে এর হুবহু মিল পাওয়া যায়।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার আগের ১০টি বিষয়ের বহু নির্বাচনী অভীক্ষার প্রশ্নপত্র একইভাবে ফাঁস হয়।

গত বৃহস্পতিবার এ ব্যর্থতার কথা স্বীকার করে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষা সচিব সোহরাব হোসাইন বলেন, ‘বিদ্যমান পদ্ধতিতে প্রশ্নপত্র ফাঁস ঠেকানো সম্ভব নয়।’

এদিকে, একের পর এক প্রশ্ন ফাঁসের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখানে সমালোচনা চলছে। অনেকেই প্রকাশ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগ দাবি করেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৭, ২০১৮)