চট্টগ্রামে পুলিশকে গুলি : ২ এসএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পুলিশকে গুলির ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে নগরীর মুরাদপুর এলাকা থেকে রাকিবুল ইসলাম ও প্রত্যয় নামের এই দুজনকে গ্রেপ্তার করা হয়।
সিএমপি’র পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মাহমুদ দুই এসএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের একজন নগরীর সুগন্ধা এলাকার প্রত্যয়। স্থানীয় কাজেম আলী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে সে।
গ্রেপ্তার অন্যজন নাসিরাবাদ হাউজিং এলাকার রাকিব। নাসিরাবাদ বয়েজ হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে সে।
এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আবদুল ওয়ারিশ জানান, ঘটনার পর এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হল। এর আগে ঘটনার পরপরই মো. হাকিম নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছিল।
এর আগে শুক্রবার বিকেলে ষোলশহর এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পুলিশকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মালেক (৩৮) আহত হয়েছেন। তার হাঁটুর দুই ইঞ্চি উপরে গুলি লেগেছে।
এ ঘটনায় পাঁচলাইশ থানার এসআই নুরুল ইসলাম বাদী হয়ে ১০ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৭, ২০১৮)