চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাকলিয়ার মিয়া খান নগরে আগুনে ২০৭টি কাঁচা ও সেমিপাকা ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে পাঁচটার দিকে বৈদ্যুতিক ত্রুটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডে নূর মোহাম্মদের মালিকানাধীন ৭৫ কক্ষের কাঁচা, জমির খানের ৬২ কক্ষের সেমিপাকা ও মো. হারুনের ৭০ কক্ষের সেমিপাকা ঘর পুড়ে গেছে।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৯, ২০১৮)