দ্য রিপোর্ট প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া রায়ের প্রিন্ট শেষ হয়েছে। এখন সেটি বিচারক সত্যায়ন করছেন। সত্যায়ন শেষে এটি আইনজীবীদের দেওয়া হবে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পেশকার মোকাররম হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রিন্ট শেষে রায়ের কপিতে বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান সত্যায়ন করছেন। বিকেলের মধ্যেই খালেদা জিয়ার আইনজীবীদের রায়ের সত্যায়িত কপি সরবরাহ করা হবে।’

এর আগে রবিবার রায়ের সত্যায়িত কপি পাওয়ার আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লা মিয়া। ওই আবেদনের শুনানিকালে বিচারক ড. আখতারুজ্জামান রায়ের সত্যায়িত কপি সোমবারের মধ্যে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন।

পরে সানাউল্লা মিয়া গণমাধ্যমকে জানান, রায়ের কপি পাওয়ার পরই আপিল করা হবে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। এরপর থেকেই তিনি ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৯, ২০১৮)