দ্য রিপোর্ট ডেস্ক : তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করতে কুর্দি যোদ্ধাদের সাহায্য করবে সিরিয়ার সরকারি বাহিনী। এমনটা জানিয়েছেন, কুর্দি বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা বাদরান জিয়া কুর্দ।

এ সম্পর্কিত একটি দ্বিপাক্ষিক চুক্তি এরইমধ্যে স্বাক্ষরিত হয়েছেও বলে জানিয়েছেন তিনি। খবর- বিবিসির।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সেনা ও বিভিন্ন জিনিসপত্র দিয়ে কুর্দি যোদ্ধাদের সহায়তা করা হবে।

তবে বর্তমানে সেখানে কোনো সিরীয় সেনা মোতায়েন করা নেই। ২০১২ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশটির উত্তরাঞ্চলের কুর্দিস এলাকা থেকে সেনা সরিয়ে নেয়। তারপর থেকে সেখানে কুর্দিরাই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

কুর্দি বাহিনীর কর্মকর্তা জিয়া কুর্দ বলেন, কয়েক দিনের মধ্যেই আফরিনে সিরিয়ার সৈন্যরা প্রবেশ করতে পারে। তারা এখানে এসে সীমান্ত এলাকায় সৈন্য মোতায়েন করবে এবং কুর্দিদের সাহায্য করবে।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ২০, ২০১৮)