কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ পৌরশহরে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
শহরের মহিলা কলেজ রোডে বৃহস্পতিবার রাত ৯টায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ব্যবসায়ী লিটনের স্ত্রী গৃহিণী দিপ্তী বেগমকে দা দিয়ে কুপিয়ে জখম করে।
ব্যবসায়ী লিটন জানান, শুক্রবার কালীগঞ্জের হাটের দিন থাকায় মালামাল কেনার জন্য বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ শহরের ন্যাশনাল ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলে বাড়িতে রাখি। রাত ৯টার দিকে একদল ডাকাত বাড়িতে হানা দিয়ে ১২ লাখ টাকা ও ২ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।
এ সময় লিটন বাড়ির বাইরে ছিলেন বলে জানান।
আহত দিপ্তী বেগম জানান, তাদের ভাগ্নে সবুজের পরিচয় দিয়ে ডাকাতরা দরজায় ধাক্কা দেয়। তিনি দরজা খুলে দিলে সঙ্গে সঙ্গে কয়েকজন লোক বাসায় ঢুকে তাকে কুপিয়ে জখম করে এবং ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা জানান, এটি ডাকাতি নয়। তবে গৃহকর্তা লিটনের ভাগ্নে পরিচয় দিয়ে প্রতারকরা ঘরে থাকা টাকা নিয়ে গেছে।
(দিরিপোর্ট২৪/এফএস/এএস/নভেম্বর ০৮, ২০১৩)