নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নির্মাণাধীন পেট্রল পাম্পের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সড়ে ১২টায় উপজেলার গাবতলী এলাকায় বাদমালঞ্চি এলাকার মেসার্স সোনার পেট্রোল পাম্পে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাজাবাড়ি গ্রামের সুজন হোসেন (২৫) এবং নিয়ামতপুর উপজেলার গাবতলী গ্রামের হারেজ আলীর ছেলে আনিছুর রহমান (৪০)।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান জানান, নওগাঁর মান্দা-নিয়ামতপুর সড়কের গাবতলী এলাকার বাদমালঞ্চি এলাকায় আবুল সোনার নামের এক ব্যক্তির পেট্রোল পাম্পে ছাদ নির্মাণের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। কাজ চলাকালে আজ দুপুরে হঠাৎ করেই দোতলার ছাদের একাংশ ধসে পড়ে। এ সময় ছাদের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আর আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ২১, ২০১৮)