বগুড়া প্রতিনিধি: জেলার সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বর্তমান সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদকের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ সময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক সানি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন।

জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে মিজানুর রহমানের উপর হামলা চালায় বিপুল ও তার লোকজন। এ সময় তাকে বাঁচানোর জন্য এগিয়ে এলে তার স্ত্রী নিশি আকতার, আব্দুল হাকিম এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক সানি আহত হন।

পরে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সানি মারা যান। এদিকে মিজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ জানান, এ ঘটনায় এখনও থানায় মামলা করা হয়নি।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ২৩, ২০১৮)