দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সরকার কোনো দলেরই গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেয় না। বিএনপি গণতান্ত্রিক নিয়মকানুন মেনে সহিংসতার পথ পরিহার করে আন্দোলন করলে আমাদের কোনো সমস্যা নেই।’

রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে শুক্রবার দুপুরে দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি যদি জ্বালাও-পোড়াও রাজনীতি বন্ধ না করে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সরকার কারও গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায় না।’

তিনি বলেন, ‘দেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি শুধু দেশের ক্ষুধা ও দারিদ্র বিমোচন করেননি, দুর্নীতিগ্রস্ত দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। মার্চের মধ্যে দেশ এগিয়ে যাওয়ার আরও একটি ঘোষণা আসতে পারে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে প্রবাহিত তিনি শুধু বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্ব নেতা। বিশ্ব আজ অবাক হয়ে প্রশ্ন করে কিভাবে বাংলাদেশ এত উন্নয়ন করছে? শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ২৩, ২০১৮)