দ্য রিপোর্ট ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স (শেষ পর্ব) পরীক্ষা শনিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। সারা দেশে ১১০টি কেন্দ্রে ১৪৪টি কলেজের সর্বমোট ১ লাখ ৬৬ হাজার ১২১ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ২৪, ২০১৮)